Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্ল্যাকআউটের কবলে জাকার্তা, ১২ ঘণ্টা পর আলো পেল ১ কোটি মানুষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০১৯, ০৯:১৫ AM
আপডেট: ০৫ আগস্ট ২০১৯, ০৯:১৫ AM

bdmorning Image Preview


ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। প্রায় ১২ ঘণ্টা চেষ্টার পর আবারো বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হয়েছে। এতে বড় ধরনের ব্ল্যাকআউটের কবল থেকে রক্ষা পায় জাকার্তা ও এর আশেপাশের প্রদেশগুলোর মানুষ। এই জনবহুল দ্বীপে ৬. ৯ মাত্রার ভূমিকম্পের দু’দিন পরই এই বিপর্যয়ের ঘটনা ঘটলো।

স্থানীয় সময় ওই দিন দুপুরে বিদ্যুৎ বিপর্যয় শুরু হয় এবং এটি ঠিক করতে প্রায় ১২ ঘণ্টা সময় লাগে। বিদ্যুৎ কোম্পানি পিএলএন বিদ্যুৎ বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করে জানায় জাভা দ্বীপের কয়েকটি পাওয়ার স্টেশনের ত্রুটি এ ঘটনার জন্য দায়ী।

জাকার্তায় ১ কোটি লোক বাস করে এবং এর আশেপাশে প্রদেশগুলোয় ২ কোটি লোকের বসবাস। বিদ্যুৎ বিপর্যয়ের ফলে জাকার্তার সড়কগুলোর ট্রাফিক লাইট বন্ধ হয়ে যায়। এতে যানজটের শহর জাকার্তার পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। মোবাইল ফোন ক্ষতিগ্রস্থ হয়।

নতুন চালু হওয়া মেট্রোরেলের যাত্রীদের ট্রেন থেকে জোর করে নামিয়ে দেয়া হয়েছে যাত্রীদের। তবে ব্ল্যাকআউটের কবলে পড়েনি জাকার্তার আন্তর্জাতিক বিমানবন্দর ও হাসপাতালগুলো জেনারেটর ব্যবহার করার কারণে।

Bootstrap Image Preview