Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ড্রাগন সদৃশ সামুদ্রিক প্রাণীর সন্ধান অস্ট্রেলিয়ায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০১৯, ০২:৩৫ PM
আপডেট: ০৫ আগস্ট ২০১৯, ০২:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ড্রাগন সদৃশ এক সামুদ্রিক প্রাণীর খোঁজ মিলেছে অস্ট্রেলিয়ায়। তবে ড্রাগনের মতো বৃহদাকার না হলেও প্রাণীটির মুখের গঠনে কিছুটা মিল পেতে পারেন আপনি। সাপের মতো দেখতে এক ধরণের সামুদ্রিক মাছ ইলের মতোও কিছুটা দেখতে এই প্রাণীটিকে।

দেখেই আপনার মনে হতে পারে, আশির দশকে তৈরি হওয়া কোনও ক্লাসিক হরর ছবির এলিয়েনের থেকে কোনও অংশে কম নয় প্রাণীটি। তবে এই কথাগুলো একদমই আমাদের কথা নয়। যিনি এই প্রাণীটিকে ধরেছেন, তিনিই এই কথাগুলো বলেছেন।

টি হকিন নামে এক মহিলা অস্ট্রেলিয়ার ম্যারি নদীতে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরতে গিয়েই তার ছিপে উঠে আসেই প্রাণীটি। এমন বিদঘুটে দেখতে প্রাণীটির ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।

তিনি বলেছেন, এটাকে দেখেই আমার একটি হরর ছবির এলিয়েনের কথা মাথায় এসেছিল। শরীরটা বেগুনি-বাদামি রঙের। মাথাটা সত্যিই অদ্ভুত দেখতে। একেবারেই নড়াচড়া করছিল না। তীক্ষ্ণ দাঁতও রয়েছে।

Bootstrap Image Preview