Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইউটিউবে খাওয়ার ভিডিও দিয়েই তরুণীর আয় বছরে আট কোটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০১৯, ০৭:২৯ PM
আপডেট: ০৫ আগস্ট ২০১৯, ০৭:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মার্কিন ইউটিউব স্টার বেথানি গাসকিন। খোলসওয়ালা মাছ যেমন চিংড়ি, লবস্টার ইত্যাদি খাওয়ার ভিডিও বানিয়েই তিনি সেলিব্রেটি।

বৃহস্পতিবার এক ভিডিও প্রতিবেদনে বিবিসি জানায়, ব্লোভ নামে অধিক পরিচিত ৪৪ বছর বয়সী গাসকিন। খাওয়ার ভিডিও বানিয়ে ইউটিউব থেকে এক বছরেই আয় করে নিয়েছেন ১০ লাখেরও বেশি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে আট কোটি টাকা।

এ বিষয়ে সেলিব্রিটি নারী গাসকিন বলেন, এ বছর আমি আয় করেছি ১০ লাখ ডলারের কিছু বেশি অর্থ। তবে এটি শুধু ইউটিউব থেকেই। ব্রান্ডগুলো থেকেও প্রাপ্ত অর্থ এর সঙ্গে যুক্ত হয়নি।

এছাড়াও তিনি আরও বলেন, আমি খেতে ভালোবাসি আর রাঁধতে খুবই পছন্দ করি।

ভিডিও বানানোর বিষয়ে তিনি জানান, শুরুতে শুধু রান্নার ভিডিও দিতেন তিনি। কিন্তু একপর্যায়ে খাওয়ার ভিডিও'ও চাইতে শুরু করে ভক্তরা। সেই থেকে নিজের ভিডিও বানানো শুরু এবং সেলিব্রেটি হয়ে ওঠা।

জানা যায়, ২০১৭ সাল থেকে খাওয়ার ভিডিও বানানো শুরু করেন গাসকিন। ঘরে নিজেই রেসিপি বানিয়ে সেসব খাওয়ার ভিডিও বানাতেন তিনি।

Bootstrap Image Preview