Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পরিদর্শনে গিয়ে বস্তা থেকে ধান নিয়ে মুখে দিলেন খাদ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০১৯, ১০:৩৪ PM
আপডেট: ০৫ আগস্ট ২০১৯, ১০:৩৪ PM

bdmorning Image Preview


যশোরের অভয়নগরে খাদ্যগুদাম পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার বিকেলে অভয়নগরের নওয়াপাড়ায় অবস্থিত সরকারি খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে গুদামে আনা বস্তাভর্তি ধান থেকে এক মুঠো ধান নিয়ে তা মুখে দেন মন্ত্রী। এরপর ধান চিবিয়ে গুণগত মান পরীক্ষা করেন।

ধানের গুনগত মান ভালো বলে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে চার নম্বর গুদামে রক্ষিত বোরো চাল দেখেও তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ সময় খাদ্যমন্ত্রীর সঙ্গে অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, খুলনা বিভাগীয় খাদ্য কর্মকর্তা এসএ মুহসীন, যশোর জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview