Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গু নিয়ে ঢাকায় এসেও বাঁচল না শিশুটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০১৯, ১০:৫২ PM
আপডেট: ০৫ আগস্ট ২০১৯, ১০:৫২ PM

bdmorning Image Preview


ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের বোয়ালমারীর এক স্কুলছাত্রী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ সোমবার সকালে অথৈ সাহা (১১) নামের ওই ছাত্রী মারা যায়।

অথৈ সাহা বোয়ালমারী পৌর সদরের কামারগ্রামের কানাই সাহার মেয়ে। সে নিউ অলব্রাইট প্রিক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ত।

পারিবারিক সূত্রে জানা যায়, অথৈ সাহা প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিল। প্রথমে স্থানীয় ডাক্তার দেখানো পর অবস্থার অবনতি হলে তাকে গতকাল রোববার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ধানমন্ডির ৭ নম্বর রোডে আনোয়ারা প্রাইভেট হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সে আজ মারা যায়। 

এদিকে, একই উপজেলার চতুল গ্রামের জিয়াউর শেখ (৪০) নামের আরেক ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস। পরে তাকেও জেলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট তিনজন রোগী ভর্তি হলো।

Bootstrap Image Preview