Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপিএলে কত টাকায় সাকিবকে কিনেছে রংপুর?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০১৯, ১২:০১ AM
আপডেট: ০৬ আগস্ট ২০১৯, ১২:০১ AM

bdmorning Image Preview


আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সপ্তম আসর শুরুর আগেই ঢাকা ডাইনামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দিয়ে চারি দিকে হৈচৈ ফেলে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

এখন টাইগার ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে সাকিবকে কত টাকায় কিনেছে রংপুর?

গত আসরে সাকিবকে দেড় কোটি টাকায় দলে রেখেছিল ঢাকা ডায়নামাইটস। এবারের আসরে আগের চেয়ে আরও ২০ লাখ টাকা বেশি দিতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু ক্রিকেট পাড়ায় গুঞ্জন রংপুর রাইডার্স সাকিবকে তিন কোটি টাকায় দলে ভিড়িয়েছে।

বিপিএল সপ্তম আসরের আগে নতুন ফ্রাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। তবে বিপিএলের এই আইকন ক্রিকেটারদের নতুন এই চুক্তির কোনো বৈধতা নেই। এমনটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Bootstrap Image Preview