Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার শিকার আহত বাংলাদেশির মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০১৯, ১১:১৮ AM
আপডেট: ০৬ আগস্ট ২০১৯, ১১:১৮ AM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্র মিশিগানে সন্ত্রাসী হামলার শিকার হয়ে দীর্ঘদিন হসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শনিবার  সালেহ আহমদ নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বছরের ১৬ অক্টোবর মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটির ক্লিংগার স্ট্রীটে হামলার শিকার হয়েছিলেন সালেহ আহমদ।

ওইদিন তিনি কাজের জন্য ঘর থেকে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা এক দুষ্কৃতীকারী গুলি করে পালিয়ে যায়। সন্ত্রাসী হামলার শিকার সালেহ আহমদ দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, সালেহ আহমদের গ্রামের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের দুধবকসি গ্রামে। তার বাবার নাম মাওলানা আব্দুর রাজ্জাক।

এদিকে মরহুমের জানাজার নামাজ স্থানীয় সোমবার বাদ মাগরিব মসজিদ আল ফালাহে অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার তার দাফন সমপন্ন হবে।

Bootstrap Image Preview