Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীর নিয়ে ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০১৯, ০২:২২ PM
আপডেট: ০৬ আগস্ট ২০১৯, ০২:২২ PM

bdmorning Image Preview


ভারতের সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করায় ‘বিশেষ মর্যাদা’ হারিয়ে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এনিয়ে ভারতকে একপ্রকার হুঁশিয়ারি জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে, ভারতের এই পদক্ষেপ ‘অবৈধ’ এবং ‘একতরফা’।

পাকিস্তান জানায়, দিল্লি একতরফা ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। জম্মু-কাশ্মীর আন্তর্জাতিক ভাবে ‘বিতর্কিত’ ভূখণ্ড। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবেও তা উল্লেখ রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এনিয়ে বলেন, কাশ্মীরের মানুষ এবং পাকিস্তান কোনওভাবে এই সিধান্ত মেনে নেবে না।

এছাড়া তিনি আরও বলেছেন, ভারতের অবৈধ সিদ্ধান্তে আঞ্চলিক শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নষ্ট হবে।

পাকিস্তানের দাবি, ভারতের এই পদক্ষেপের মোকাবিলা সব রকমভাবে ব্যবস্থা করবে তারা। তথ্য 

Bootstrap Image Preview