Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুসলমানরা দাঙ্গা করে না: মমতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০১৯, ০৪:২৯ PM
আপডেট: ০৬ আগস্ট ২০১৯, ০৪:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


হিন্দু-মুসলিম-খ্রিষ্টানরা দাঙ্গা করে না, দাঙ্গা করে বিজেপি বলে মন্তব্য করেছেনপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।  

শনিবার (৩ আগস্ট) হুগলী জেলার পান্ডুয়াতে তিনি এ কথা বলেন। 

মমতা বলেন, বিজেপি হিন্দুদের দল নয়, ওরা হিন্দু ধর্মকে বদনাম করে, আমাদের দেবতাদের অপমান করে, অসম্মান করে আর দেবতাদের রাস্তায় নিয়ে গিয়ে বিক্রি করে। আমরা করি না।

তিনি বলেন, আমরা ঘরের মা-আম্মাকে যেমন সম্মান করে ঘরে রাখি তেমনি দেবতাদেরও তাদের আসনে বসিয়ে পূজা করি, সম্মান জানাই। আমরা দেবতাদের মূর্তি বাইরে ফেলে দিয়ে হিন্দু-মসলমান করি না।

মনে রাখতে হবে যে, হিন্দুরাও দাঙ্গা করে না, মুসলমানরাও দাঙ্গা করে না। খ্রিষ্টান, শিখ, আদিবাসীরাও দাঙ্গা করে না। দাঙ্গা করে নরেন্দ্র মোদির মতো কিছু বিজেপির নেতারা।

এরা দাঙ্গা লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলে। এটা ওদের চালাকি, ওদের প্ল্যান।’

 

Bootstrap Image Preview