Bootstrap Image Preview
ঢাকা, ০৭ সোমবার, জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপুল পরিমাণ অর্থ নিয়ে নাবিলটেকের ড্রাইভার হাওয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০১৯, ০৪:৩৭ PM
আপডেট: ০৬ আগস্ট ২০১৯, ০৪:৩৭ PM

bdmorning Image Preview


রাজধানীর কাওরান বাজারের শাহ্‌ আলী টাওয়ারে অবস্থিত নাবিলটেকের ম্যানেজিং পার্টনারের গাড়ি থেকে নগদ অর্থ, মোবাইল নিয়ে পালিয়ে গেছেন তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার।

পলাতক ড্রাইভারের নাম কামাল হোসেন(৩০)। সে ভোলা জেলার চরফ্যাশন থানার পশ্চিম এবাসপুরের স্থায়ী বাসিন্দা আব্দুল মান্নানের পুত্র। সে বর্তমানে বসবাস করছে ঢাকা জেলার কামরাঙ্গীচরের পূর্ব রসুলপুরে।

এই বিষয়ে নাবিলটেকের সহকারী ব্যাবস্থাপক মো. রিফাত হাসান তানভীর জানান, পলাতক এই ড্রাইভার কামাল হোসেন চলতি বছরের জুন মাসে উক্ত প্রতিষ্ঠানে যোগদান করেন। তিনি গতকাল (সোমবার) কাউকে কিছু না বলে প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনারের গাড়িতে থাকা স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ও গাড়িতে থাকা ৮০,৭০০ টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন।

তিনি আরও জানান, আমাদের পক্ষ থেকে তার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনোভাবে তার সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, পলাতক কামাল হোসেন বিরুদ্ধে আইনি ব্যবস্থা অংশ হিসেবে নাবিলটেকের পক্ষ থেকে তেজগাঁও থানায় একটি এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview