Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গু নির্মূলে ২ সিটিকে ১৫ কোটি টাকা বরাদ্দ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০১৯, ০৪:৪০ PM
আপডেট: ০৭ আগস্ট ২০১৯, ০৪:৪০ PM

bdmorning Image Preview


ডেঙ্গু নির্মূলে ঢাকার দুই সিটি করপোরেশনকে ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া বাকি সিটি করপোরেশনগুলোকে আট কোটি ও অন্য পৌরসভাগুলোকে ৩০ কোটি বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলিয়ে মশা নিধনে ৫৩ কোটি টাকা টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

আজ বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের (বিসিজেএফ) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

মন্ত্রী বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশনকে সাড়ে সাত কোটি টাকা করে আমরা ১৫ কোটি টাকা থোক বরাদ্দ হিসাবে দিয়েছি, যাতে ডেঙ্গু মোকাবিলায় তারা আর্থিক ব্যয় করতে পারে। তেমনিভাবে অন্যান্য সিটি করপোরেশগুলোর জন্য একটি অংকের টাকা বরাদ্দ করে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা বাদে বাকি সিটি করপোরেশনগুলোকে আট কোটি ও অন্য পৌরসভাগুলোকে ৩০ কোটি বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলিয়ে মশা নিধনে ৫৩ কোটি টাকা টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সাধারণত এডিস মশার প্রাদুর্ভাব হয় মার্চ-এপ্রিল থেকে এবং অক্টোবর-নভেম্বর পর্যন্ত স্থায়িত্ব হয়। আমরা মার্চ-এপ্রিল থেকে নিয়মিত এখানে সভা করেছি, দুই মেয়রকে নিয়ে সভা করেছি এবং করণীয়গুলো ঠিক করেছি এবং সে করণীয় অনুযায়ী কাজ করা হচ্ছে।’

এ সময় ডেঙ্গু মোকাবেলায় যে ওষুধ ব্যবহার করা হচ্ছে সেগুলোর কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে বলেও জানান তাজুল ইসলাম।

Bootstrap Image Preview