কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার অদূরে উত্তাল বঙ্গোপসাগরে ক্লিংকারবাহী দুটি জাহাজডুবি হয়েছে। এ ঘটনায় ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী।
বুধবার (৭ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
দুর্ঘটনার শিকার ওই জাহাজ দুটির নাম এমভি টিটু-১৮ ও এমভি টিটু-১৯।
আইএসপিআর জানায়, জাহাজ দুটির ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। অন্যদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনীর জাহাজ দূর্জয়, সুরভী, শৈবাল ও সোয়াডস।