Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গ্রিন ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০১৯, ০৯:১৮ PM
আপডেট: ০৭ আগস্ট ২০১৯, ০৯:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগে ফল সেমিস্টার ২০১৯ এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগ।

সোমবার (৫ আগস্ট) সকালে ঢাকার শেওড়াপাড়ার বেগম রোকেয়া সরণীতে অবস্থিত গ্রিন ইউনিভার্সিটিতে (সিটি ক্যাম্পাসে) এ নবীন বরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের চেয়ারম্যান ডঃ মো অলিউর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নতুন শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডঃ গোলাম সামদানি ফকির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জনাব মোঃ শহীদুল্লাহ্, সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক গোলাম আহমেদ ফারুকী।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কে নাজমুল হক এবং বিভিন্ন অনুষদের শিক্ষকগন ও শিক্ষার্থীরা।

নবীন বরণ শেষে, ফল উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংবাদ উপস্থাপিকা ও সংগীতশিল্পী মিসেস লোপা হোসেনসহ সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview