Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বুধবার, জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাসপাতালে নিতে মোটরসাইকেল দেননি শিক্ষক, ক্লাসেই ছাত্রের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০১৯, ১০:০৪ PM
আপডেট: ০৭ আগস্ট ২০১৯, ১০:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক বিদ্যালয়ের শিক্ষকদের অবহেলায় মো. আব্দুল আজিম মন্ডল (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকদের ব্যবহৃত ছয়টি মোটরসাইকেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, আজিম মন্ডল ক্লাসে অসুস্থ হলে শিক্ষকদের ব্যবহৃত মোটরসাইকেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার জন্য সহযোগিতা চাইলে কোনো শিক্ষক সহযোগিতা করেননি।

বুধবার দুপুরে উপজেলার কাটলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে বিরামপুর থানা পুলিশ ও হিলি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মৃত আব্দুল আজিম মন্ডল বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বেনুপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো. আসাদুল ইসলামের ছেলে। ওই বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল মন্ডল।

বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ওমর ফারুক, রায়হান কবিরসহ বেশ কয়েকজন জানায়, আজিম মন্ডল ক্লাস শুরুর দিকে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের জানালে তারা কোনো পদক্ষেপ নেননি।

পরে মন্ডলকে স্থানীয় ডাক্তারের কাছে নিলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরামর্শ দেন। সহপাঠীরা ভ্যানযোগে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মন্ডলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে বিরামপুর হাসপাতালে যাওয়ার আগেই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

অসুস্থ শিক্ষার্থীকে হাসপাতালে নিতে শিক্ষকদের মোটরসাইকেল চাইলেও দেয়া হয়নি এমন অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, এ বিষয়টি আমার জানা নেই।

বিদ্যালয়ের সভাপতি আলম হোসেন বলেন, বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শিক্ষকদের মোটরসাইকেলে আগুন দেয় সহপাঠীরা। খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বলেন, শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে ওই বিদ্যালয় পরিদর্শন করেছি। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview