Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জরিমানা সহ আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ ব্রাজিলের জেসুস 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০১৯, ১০:৫৩ PM
আপডেট: ০৯ আগস্ট ২০১৯, ১০:৫৩ PM

bdmorning Image Preview


কোপা আমেরিকার ফাইনালে অসদাচরণের করায়। আন্তর্জাতিক ফুটবল থেকে দুই মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। তাকে এই শাস্তি দিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন (কনমেবল)।

ঘরের মাঠে ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারায় সেলেকাওরা। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা জেসুসের পা থেকে আসে দ্বিতীয় গোলটি। কিন্তু ম্যাচের ৭০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জেসুসকে। 

মাঠ ছাড়ার সময় ভিএআর বক্সে ধাক্কা দেন ক্ষুব্ধ জেসুস। যদিও পরে অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার জন্য ক্ষমা চান তিনি। কিন্তু তারপরেও রেহাই মিললো না। দুই মাসের নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে

Bootstrap Image Preview