Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফুটবল খেলায় মারামারিতে তিনজন নিহত 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯, ০১:১৩ AM
আপডেট: ১৯ আগস্ট ২০১৯, ০১:১৩ AM

bdmorning Image Preview


হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপাতে এক ফুটবল ম্যাচে দুই ক্লাবের সমর্থকদের মধ্যে তুমুল  মারামারিতে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছে। 

হন্ডুরাসের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোতাগুয়া ও অলম্পিয়ার মধ্যে একটি ম্যাচ মাঠে গড়ায়। মোতাগুয়া দলের বাসে প্রতিপক্ষের পাথর নিক্ষেপের মধ্যদিয়ে এ ঘটনার সূত্রপাত হয়। যাতে প্রথমেই তিনজন আহত হয়।

এরপর পরিস্থিতি ভয়ানক হয়ে উঠে  স্থানীয় হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়, ‘তিনজন মারা গেছেন আর ১০ জনের মতো আহত, যাদের মধ্যে সাতজন গুলিবিদ্ধ। এদের মধ্যে একজন শিশু আর তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’

সংঘর্ষের সময় প্রায় ১০ হাজার দর্শক স্টেডিয়ামের ভেতর ছিল। 

Bootstrap Image Preview