Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাসর রাতে শিক্ষকের আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯, ০৬:৪৩ PM
আপডেট: ২০ আগস্ট ২০১৯, ০৬:৪৩ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ভোলা সদর উপজেলার ইলিশায় বাসর রাতে গলায় দড়ি দিয়ে মো. মনির (৩০) নামে এক স্কুল শিক্ষক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে পুলিশ তার বাড়ি থেকে লাশ উদ্ধার করে।

মনির ইলিশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গুপ্ত মুন্সি গ্রামের আমিনুল মাস্টারের ছেলে। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানান, গত শুক্রবার মনিরের সঙ্গে ভোলা পুলিশ লাইন এলাকার মাহে আলমের মেয়ে বিবি জয়নবের (২১) বিয়ে হয়। সোমবার ধুমধাম করে কনেকে তার বাবার বাড়ি থেকে বরের বাড়িতে আনা হয়। ওই রাতেই তাদের বাসর রাত ছিল। রাতে বিয়ের সব আয়োজন শেষে বর-কনেকে বাসর ঘরে দেওয়া হয়।

ওই রাতেই কোনো এক সময় তিনি ঘরের সামনের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরে মঙ্গলবার ভোরে ডেকরেটরের লোকজন বাড়িতে আসলে মনিরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করে।

ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন চন্দ্র শীল বলেন, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা জানান, মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। এটি আত্মহত্যা নাকি হত্যা তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ওসি জানান, নিহত শিক্ষকের বাড়ি থেকে সকল আলামত সংগ্রহ করা হয়েছে। প্রতিটি জিনিস খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। নিহতের নববধূকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

Bootstrap Image Preview