Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বকেয়া বেতন পরিশোধ না করেই বন্ধ গার্মেন্টস, রাজপথে শ্রমিকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯, ১২:৫১ PM
আপডেট: ২১ আগস্ট ২০১৯, ১২:৫১ PM

bdmorning Image Preview


রাজধানীর শ্যামলীতে বকেয়া বেতন পরিশোধ না করে কোনো ধরনের নোটিশ ছাড়াই আলিফ অ্যাপারেলস নামে একটি গার্মেন্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, কোনো রকম নোটিশ ছাড়া প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে। তাই তারা সড়কে অবরোধ করছেন।

তারা আরও জানান, গত ১১ আগস্ট ঈদের ছুটিতে যান তারা। আজ গার্মেন্ট খোলার কথা ছিল। ছুটি কাটিয়ে সকালে এসে তারা গার্মেন্টের গেটে তালা দেখতে পান। কারখানার গেটে পুলিশ অবস্থান নিয়েছে। আজ থেকে গার্মেন্ট বন্ধ এমন একটি নোটিশ গেটে টাঙিয়ে দেয়া হয়েছে।

এর পরই সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে শ্যামলী থেকে কল্যাণপুরের সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মোহাম্মদপুর থানার এসআই বুলবুল জানান, সর্বশেষ বেলা ১১টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করেছে। পুলিশ তাদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে।

Bootstrap Image Preview