Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তিন ওভার বোলিং করে ফেঁসে গেলেন  উইলিয়ামসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯, ০৪:২৩ PM
আপডেট: ২১ আগস্ট ২০১৯, ০৪:২৩ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ও শ্রীলংকার স্পিনার আকিলা ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন সন্দেহজনক।  স্বাগতিক শ্রীলংকা ও নিউজিল্যান্ডের মধ্যকার গল টেস্ট শেষে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

শ্রীলংকার বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ স্পিনার ধনঞ্জয়া। পুরো ম্যাচে ৬২ ওভার বল করে ৫ উইকেট শিকার করেন তিনি। আর পার্ট-টাইম বোলার হিসেবে তিন ওভার বোলিং করেন উইলিয়ামসন।

মঙ্গলবার এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘ম্যাচ অফিসিয়ালদের রিপোর্ট উভয় দলের খেলোয়াড়দের কাছে হস্তান্তর করা হয়েছে। দু’খেলোয়াড়ের বোলিং অ্যাকশন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 

উইলিয়ামসন ও ধনঞ্জয়া রিপোর্টের ১৪ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিবেন। পরীক্ষার ফলাফল আসার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দু’জন বোলিং করতে পারবেন।’

Bootstrap Image Preview