রাজধানীর শেরেবাংলা নগরের পঙ্গু হাসপাতালের (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র/ নিটোর) নার্স লর্না এলিজাবেথ মজুমদার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার(২১ আগস্ট) দুপুর ১২ টায় নিটোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিন সকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শাহনুম সিরাজ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। র্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন রেহানা বেগম নামে এক চিকিৎসক। তিনি ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে তিনি মারা যান।
বেসরকারি হিসাবে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১০৬ জনের মৃত্যু হয়েছে এবং সরকারি হিসাবে মৃত্যু হয়েছে ৪০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এ বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৬ হাজার ৩শ ৬৯ জন।