Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোদিকে ধুয়ে দিলেন মনমোহন সিং!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯, ০৮:৩৯ PM
আপডেট: ২১ আগস্ট ২০১৯, ০৮:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। দেশজুড়ে ক্রমাগত বেড়ে চলেছে অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক মেরুকরণ থেকে শুরু করে বিভিন্ন অপরাধ।

এই দাবি তুলে মঙ্গলবার মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন মনমোহন সিং। তিনি আরও দাবি করেন, মোদি সরকারের অধীনে কয়েকটি দলকে কোণঠাসা করা হচ্ছে এবং সর্বোপরি ভারতের রাজনীতি ক্ষতিগ্রস্থ হচ্ছে।

মঙ্গলবার রাজীব গান্ধীর ৭৫ তম জন্ম দিবস পালন করছে কংগ্রেস। সেখানে মনমোহন বলেন, ‘বেশ কিছু বছর ধরেই দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে চলেছে। এই বিশৃঙ্খলা অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক মেরুকরণ থেকে শুরু করে বিভিন্ন অপরাধের। যার ফলে দেশে নষ্ট হচ্ছে দেশের রাজনীতি।’

তিনি বলেন, ‘ভারতের অর্থনীতি তলানিতে এসে ঠেকেছে। দেশে বেসরকারি জিনিসপত্রের উৎপাদন কমে গিয়েছে। ফলে স্থায়ী উৎপাদন কমে গিয়েছে। রফতানি থমকে দাঁড়িয়েছে। জিডিপির হারও থমকে দাঁড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের কোয়ার্টারে যা হয়ে দাঁড়িয়েছে ৬.৫ শতাংশ’।

Bootstrap Image Preview