ডেঙ্গু জ্বরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গিয়াস উদ্দিন (৪০) নামে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
মৃত গিয়াস উদ্দিন চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা। এলাকায় ইট-পাথরের ব্যবসা করতেন তিনি।
গিয়াসের মামা মো. নবী উল্লাহ জানান, গত দুদিন ধরে জ্বরে ভুগছিলেন গিয়াস। পরে তার রক্ত পরীক্ষা-নিরীক্ষা করলে তার ডেঙ্গু রোগ ধরা পড়ে। বুধবার দিবাগত রাতে তাকে চাঁদপুর থেকে নিয়ে এসে ঢামেকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, হাসপাতালে গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার জ্বরসহ বেশকিছু সমস্যা ছিল। ডেঙ্গু জ্বরেই তার মৃত্যু হয়েছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য কিছু নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।