Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আসছে গ্যালাক্সি ফোল্ডের উত্তরসূরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯, ০৮:০৩ PM
আপডেট: ২২ আগস্ট ২০১৯, ০৮:০৩ PM

bdmorning Image Preview


মটোরলার মতো স্যামসাংও লম্বাটে ফোল্ডেবল ফোন আনতে যাচ্ছে। চলতি মাসে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিস ফোনটির পেটেন্ট ছবি প্রকাশ করে।

প্রযুক্তি বিষয়ক নিউজ সাইট লেটস গো ডিজিটাল পেটেন্ট ছবিটির আদলে রেন্ডার (ডামি) ছবি বানিয়ে এর ডিজাইন সম্পর্কে ধারণা দেয়।

ফোনটি হবে গ্যালাক্সি ফোল্ডের পরবর্তী সংস্করণ। চ্যাপ্টা আকারের গ্যালাক্সি ফোল্ড ভিতরের দিকে ভাঁজ করা যায়। তবে নতুন ফোল্ডেবল ফোনটি ভিতরের দিকে নয় বরং বাইরের দিকে ভাঁজ করা যাবে।

অ্যামোলেড ডিসপ্লের ফোল্ডেবল ফোনটি হবে ৬ দশমিক ৭ ইঞ্চির। ডিসপ্লেটির উৎপাদন শুরু হবে নভেম্বরে। আগামী বছর অনুষ্ঠিতব্য কনজিউমার ইলেক্ট্রনিক শোতে ফোনটির দেখা মিলতে পারে।

স্যামসাংয়ের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ‘গ্যালাক্সি ফোল্ড’ বাজারে আসবে সেপ্টেম্বরে। নির্ধারিত সময়ের ৪ মাস পর গ্যালাক্সি ফোল্ড আনতে যাচ্ছে স্যামসাং। ফোনটি বাজারে আসার কথা ছিল ২৬ এপ্রিল। ফোনটির দাম ধরা হয়েছে ১ হাজার ৯৮০ ডলার।

Bootstrap Image Preview