সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক ‘অর্ডার অব জায়েদ’ পদক গ্রহণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (২৪ আগস্ট) আবুধাবিতে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রধানমন্ত্রীর হাতে এই পদক তুলে দেন আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। খবর গালফ নিউজ এর।
দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে অবদানের স্বীকৃতি হিসেবে নরেন্দ্র মোদিকে এই পদক তুলে দেয়া হয়। পদক গ্রহণের পর মোদি বলেন, আমরা সংযুক্ত আরব আমিরাতকে গুরুত্বপূর্ণ অংশীদার মনে করি। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। যাতে উভয় দেশই উপকৃত হচ্ছে।
এর আগে শুক্রবার রাতে ফ্রান্স সফর শেষে আরব আমিরাত পৌঁছান নরেন্দ্র মোদি। এ সময় আবুধাবির প্রেসিডেন্সিয়াল প্যালেসে তাকে স্বাগত জানান যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান।
বিতর্কিত এক সময়ে এসে নরেন্দ্র মোদিকে এই পদক দিল আরব আমিরাত। কারণ ক’দিন আগেই ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ একমাত্র প্রদেশ জম্মু কাশ্মীরের স্বায়ত্বশাসন বাতিল করেছে মোদির সরকার।
সেখানে কারফিউ চলছে দুই সপ্তাহ ধরে। এই নিয়ে সমগ্র মুসলিম বিশ্বে বিতর্কের মধ্যেই মোদিকে সম্মানিত করল আরব আমিরাত সরকার।