Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধর্ষণের শিকার ৬ বছরের শিশু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯, ১২:২৭ PM
আপডেট: ২৫ আগস্ট ২০১৯, ১২:২৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


যশোরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (২৪ আগস্ট) দুপুরে চৌগাছা উপজেলায় এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ,  মেয়েটির মা পাশের একটি মন্দিরে পূজা-অর্চনায় গিয়েছিলেন। হঠাৎ শিশুটি কাঁদতে কাঁদতে দৌড়ে বাড়ির দিকে আসলে শিশুটির মা কোলে নিয়ে রক্তক্ষরণ হতে দেখেন। বাসায় একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে প্রতিবেশী বখাটে শিব রায়। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা। ঘটনার পর অভিযুক্ত শিব রায় পলাতক রয়েছে। এদিকে, পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসক।

যশোর জেনারেল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নার্গিস আক্তার বলেন, গতকাল দুপুরে অসুস্থ অবস্থায় তাকে আমাদের এখানে নিয়ে আসা হয়। ধর্ষণে আলামত সংগ্রহের জন্য কিছু পরীক্ষা দেয়া হয়, রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে। 


 

Bootstrap Image Preview