Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্পেনে মাঝ আকাশে হেলিকপ্টার-বিমানের সংঘর্ষ, নিহত ৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯, ০১:০২ PM
আপডেট: ২৬ আগস্ট ২০১৯, ০১:০২ PM

bdmorning Image Preview


স্পেনে হেলিকপ্টারের সঙ্গে একটি ছোট বিমানের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন।

রবিবার স্থানীয় সময় দুপুর ১টা ৩৬ মিনিটে ভূমধ্যসাগরীয় মায়োর্কা দ্বীপের ইনকা শহরের ইনকা হাসপাতালের ওপরের আকাশে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদপত্র দিয়ারিয়ো দে মায়োর্কার বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন হেলিকপ্টারের আরোহী ছিলেন। বাকি দুজন ছোট বিমানের।

স্থানীয় দমকল বিভাগ থেকে পাওয়া ছবিতে ইনকার রাস্তায় আকাশযান দুটির ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা গেছে। একটি বাগানের ভেতর পড়া কিছু ধ্বংসস্তূপে আগুন জ্বলছে, এমন ছবিও দেখা গেছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

Bootstrap Image Preview