পাকিস্তান দলের হেড কোচ হওয়ার জন্য (পিসিবি) কমিটি থেকে সরে গেলেন দলটির সাবেক অধিনায়ক মিসবাহ-উল হক। সোমবার বিকেলে পিসিবি পরিচালক জাকির খানের সঙ্গে দেখা করে এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে মেসবা বলেন , ‘পাকিস্তান কিকেট দলের ভবিষ্যত হেড কোচ হিসেবে আমার নাম আসার বিষয়টি দেখে খুব ভালো লাগছে। তবে এই সিদ্ধান্তটা আমি আজই (সোমবার) নিয়েছি। আমি হেড কোচের পদে আবেদন করছি। জানি এখানে কঠিন প্রতিযোগিতা হবে। আমি জানি, এই পদের জন্য কয়েকজন শক্তি প্রতিদ্বন্দ্বি এবং উচ্চ যোগ্যতাসম্পন্ন লোকের মুখোমুখি হতে হবে।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও যোগ করেন, ‘এটা বলতেই হবে, মানতে হবে যে পাকিস্তান ক্রিকেট দলের কোচ হওয়া সবারই স্বপ্ন থাকে। সব ফরমেটে শক্তিশালি দল হওয়ার দারুণ সামর্থ্য আছে তাদের।’