Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাত্র ২ মিনিট ২৮ সেকেন্ডে ১৯৯ দেশ-রাজধানীর নাম বলে জুবায়েরের ‘বিশ্বরেকর্ড’!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯, ০৮:২৪ PM
আপডেট: ২৬ আগস্ট ২০১৯, ০৮:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মাত্র ২ মিনিট ২৮ সেকেন্ডে বিশ্বের ১৯৯ টি দেশ ও রাজধানীর নাম বলতে পারেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার জুবায়ের হোসাইন। তার দাবি পৃথিবীর আর কেউ এত কম সময়ে একসাথে দেশ ও রাজধানীর নাম  এখনো বলতে পারে না। তাই গিনেজ বুকে নাম লেখাতে চান তিনি। ইতিমধ্যেই তার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, দীর্ঘ আট মাসের প্রচেষ্টায় তিনি এই দক্ষতা অর্জন করেন। তেঁতুলিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জুবায়ের জানান, কলেজ জীবনের শুরুতেই ইংরেজী বিষয়ে প্রাইভেট পড়া শুরু করেন। এ সময় শিক্ষক রেজাউল ইসলাম আন্তর্জাতিক জ্ঞান অর্জনের জন্য দেশ ও রাজধানীর নাম মনে রাখতে বলেন। শুরুটা সেখান থেকেই। এরপর তার বিশ্ব সেরার রেকর্ড গড়ার স্পৃহা তৈরি হয়। প্রতিদিন ২০ টি দেশ ও রাজধানীর নাম মনে রাখার চেষ্টা শুরু করেন তিনি। এরপর নিজে নিজে বলা শুরু করেন। দীর্ঘ আট মাস চর্চার পর আড়াই মিনিটেরও কম সময়ে বলতে পারার দক্ষতা অর্জন করেন জুবায়ের। 

জুবায়ের উপজেলার গোয়াবাড়ি এলাকার ট্রাক ড্রাইভার হাসান আলীর ছেলে। তার মা জোসনা বেগম গৃহিনী। জুবায়ের ১৯৯ দেশের মধ্যে নিজের দেশ বাংলাদেশ ও রাজধানী ঢাকার নাম দিয়ে বলতে শুরু করেন। শেষ করেন ক্যারিবিয় দ্বিপুঞ্জের রাষ্ট্র সেন্ট লুসিয়া এবং রাজধানী কাস্ট্রির নাম দিয়ে। 

তিনি জানান, তিনি আরও কম সময়ে দেশগুলির নাম ও রাজধানীর নাম বলতে পারার চেষ্টা করছেন।

Bootstrap Image Preview