Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আপত্তিকর শব্দে টেস্ট প্রেমের কথা জানালেন স্টোকস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯, ০৯:২৯ PM
আপডেট: ২৬ আগস্ট ২০১৯, ০৯:২৯ PM

bdmorning Image Preview


বিশ্বকাপ ফাইনালের পর অ্যাশেজের তৃতীয় টেস্টে তাঁর অতিমানবিক ইনিংস দেখিয়েছেন বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকস।

স্টোকসের এমন খেলা দেখে অধিনায়ক মাইকেন ভন টুইটারে স্টোকসকে ‘নাইটহুড’ দেওয়ার জোরালো দাবি তুলেছেন। পাশাপাশি বিশ্বজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান জানিয়েছেন, ‘নাতি-নাতনিদের সঙ্গে বসে এই ম্যাচের গল্প করা যাবে, ইংল্যান্ড ক্রিকেটের দুর্দান্ত দিন।’

আর যাকে নিয়ে এত চর্চা, সেই স্টোকস রবিবার ম্যাচ জিতিয়ে পুরোপুরি মজে রয়েছেন টেস্ট ক্রিকেটে। পাঁচদিনের ক্রিকেটে এতটাই বুঁদ ইংরেজ অল-রাউন্ডার, যে রবিবার রাতে তাঁর টেস্ট প্রেমের কথা জানাতে গিয়ে টুইটারে আপত্তিকর শব্দ ব্যবহার করে ফেললেন লিডসের নায়ক। তবে এই শব্দ ব্যবহার করে মোটেই অনুতপ্ত নন তিনি। এমনকি আপত্তিকর শব্দ ব্যবহারের জন্য তাঁকে জরিমানা করা হলেও তাঁর যায় আসে না। টুইটারে জানালেন নিউজিল্যান্ডজাত ক্রিকেটার।

দলকে অ্যাশেজের ইতিহাসে অন্যতম সেরা জয় এনে দিয়ে রবিবার রাতেই একটি টুইট করেন ‘বিগ’ বেন। সেখানে টেস্ট ক্রিকেট এবং ইংল্যান্ড ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসার কথা জানানোর পাশাপাশি অন্তিম উইকেটে সঙ্গী জ্যাক লিচকে কিংবদন্তি আখ্যা দিয়েছেন স্টোকস। তিনি লেখেন, ‘আমি টেস্ট ক্রিকেটকে ভীষণ (আপত্তিকর শব্দ) ভালোবাসি এবং ইংল্যান্ড ক্রিকেটকেও। জ্যাক লিচ একজন কিংবদন্তি।’

Bootstrap Image Preview