Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯, ১০:২০ PM
আপডেট: ২৬ আগস্ট ২০১৯, ১০:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গত দুই থেকে তিন দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়ছে। গত রোববারের (২৬ আগস্ট) চেয়ে আজ তাপমাত্রা বেশি রেকর্ড করা হয়েছে।

রবিবার সন্ধ্যা ৬টার আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় সিলেটে ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার সন্ধ্যা ৬টার আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় রাজশাহীতে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, মঙ্গলবারের (২৭ আগস্ট) তাপমাত্রা আরও বাড়তে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে মঙ্গলবার তাপমাত্রা বাড়ার তথ্য জানানো হয়।

অন্যদিকে কমছে বৃষ্টিপাতের পরিমাণও। সোমবার সন্ধ্যার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬ টা ২২ মিনিটে।

Bootstrap Image Preview