ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে হংকং জাতীয় দলের দুই ক্রিকেটারকে আজীবন বহিষ্কার করেছে আইসিসি। অপর এক ক্রিকেটারকে পাঁচ বছর নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।
নিষিদ্ধ হওয়া খেলোয়াড়রা হলেন ইরফান আহমেদ ও তার ভাই নাদিম আহমেদ।
গেল বছরের অক্টোবরে ফিক্সিংয়ের অভিযোগে এ তিন ক্রিকেটারকে দোষী সাব্যস্ত করে তদন্ত শুরু করে আইসিসি। তাতে বেরিয়ে আসে ২০১৪ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্কটল্যান্ড ও কানাডার বিপক্ষে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিলেন তারা।