Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফের বিয়ে করছেন জাস্টিন বিবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯, ০১:৫৯ PM
আপডেট: ২৭ আগস্ট ২০১৯, ০১:৫৯ PM

bdmorning Image Preview


কানাডিয়ান তারকা সংগীতশিল্পী জাস্টিন বিবার ও মার্কিন মডেল হেইলি ব্যাল্ডউইন গেলো বছরের ১৩ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের ম্যারেজ রেজিস্ট্রার অফিসে কাউকে না জানিয়ে চুপিসারে বিয়ে করেন।

বিয়ের এক বছর হতে চললো। তবে এখন পর্যন্ত বিয়ে উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা করেনি এই দম্পতি। এর মধ্যে শোনা যাচ্ছে, আগামী ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় আবারও বিয়ে করবেন তারা।

উল্লেখ্য, ২৫ বছর বয়সী এই পপ তারকার স্ত্রী হেইলি ব্যাল্ডউইন (২২) যুক্তরাষ্ট্রের একজন জনপ্রিয় মডেল। এর আগে, দীর্ঘদিন ধরে সেলেনা গোমেজের সঙ্গে সম্পর্কের পর হেইলির সঙ্গে বিবারের ঘনিষ্ঠতা বাড়ে। বিয়ের সত্যতা বিবার নিজেই স্বীকার করেন। স্ত্রীর ছবিসহ এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছিলেন, তুমি আমার জীবনে ঘটা সবচেয়ে ভালো ঘটনা।

Bootstrap Image Preview