Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, ডিসেম্বার ২০২৫ | ১ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে রাস্তায় প্রকাশ্যে পুলিশে-পুলিশে মারামারি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯, ০৫:০৫ PM
আপডেট: ২৮ আগস্ট ২০১৯, ০৫:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সম্প্রতি ঘুষ নিয়ে মারামারি করে আলোচনায় এসেছেন দুই পুলিশ কর্মকর্তা। আর সেই মারামারির ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার হতেই তা ভাইরাল হয়। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে ইন্টারনেটে।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, কে কত টাকা ঘুষ নেবে তাই নিয়েই দুই পুলিশের মধ্যে শুরু হয় বিতর্ক। একপর্যায়ে তা গড়ায় হাতাহাতি পর্যন্ত। পুলিশে-পুলিশে এমন মারপিটের ভিডিও দেখে এরই মধ্যে চর্চা শুরু করেছে নেটপাড়া।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, এক পুলিশ গাড়ি থেকে নেমে অন্য আরেক পুলিশকে চড় মারেন। তার পরই শুরু হয় লাঠি নিয়ে মারামারি।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই ৩২ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটি প্রকাশ করে। ওই ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে তদন্ত, জানিয়েছে অপরাধ বিভাগের এসপি আশুতোষ মিশ্র। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজ থানার অধীনে।

Bootstrap Image Preview