মানবাধিকার কর্মী সুলতানা কামাল অভিযোগ করেছেন, দেশে সংখ্যালঘুদের পরিকল্পিতভাবে দেশ ছাড়া করা হচ্ছে । সংখ্যালঘুদের সংখ্যা কমিয়ে ফেলার জন্য চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনায় এ অভিযোগ করেছেন তিনি।
সুলতানা কামাল বলেন, আমাদের রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তারা যে নীতিগুলি গ্রহণ করছেন, সেই নীতির কারণে রীতিমতো, যেটাকে বলা যায় যে, অত্যান্ত পরিকল্পিতভাবেই এই জনগোষ্ঠীকে কমিয়ে ফেলার একটা চেষ্টা আমরা প্রত্যক্ষ করছি।
তিনি বলেন, আমাদের বলতে কোনো দ্বিধা নেই, যে সেই ব্যাপারে আসলে আমরা কোনো রকম প্রতিকারের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাই না।