কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ির এসআই সেলিম জাহাঙ্গীর (৩৮) নিজের ইস্যু করা সরকারি রিভলভার মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন।
বুধবার (২৮ আগস্ট) বিকেলে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি সদর পুলিশ ফাঁড়ির হাতিরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ওই বাসায় আত্মহত্যার ঘটনা ঘটেছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।