Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুই লাখ টাকা ফিরিয়ে দিলেন পা হারানো নারীর...

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯, ০৮:১২ PM
আপডেট: ২৮ আগস্ট ২০১৯, ০৮:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেস কর্তৃপক্ষের তরফ থেকে দুর্ঘটনায় পা হারানো কৃষ্ণা রায় চৌধুরীকে দুই লাখ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তার প্রতিষ্ঠান বিআইডব্লিউটিসি। এই পরিবহন কোম্পানির একটি বাসের চাপাতেই মঙ্গলবার পা হারান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক (অর্থ) কৃষ্ণা রায় চৌধুরী।

বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা বলেন, ট্রাস্ট পরিবহনের মালিক সমিতির কয়েকজন প্রতিনিধি দুপুরে বাংলামোটরে বিআইডব্লিউটিসির কার্যালয়ে আমাদের চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাসের সঙ্গে কথা বলেন। সেখানে কৃষ্ণার স্বামী রাধে দেবও ছিলেন। সে সময় মালিক সমিতির প্রতিনিধিরা ক্ষতিপূরণ বাবদ দুই লাখ টাকা দিতে চেয়েছিল।

তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে জানিয়ে নজরুল বলেন, দুর্ঘটনায় মামলা করার জন্য বিআইডব্লিউটিসির সচিব (উপসচিব) বিপুল চন্দ্র বিশ্বাস থানায় গেছেন।

বিআইডব্লিউটিসির প্রধান চিকিৎসা কর্মকর্তা খন্দকার মাসুম হাসান জানিয়েছেন, কৃষ্ণার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বুধবার সকাল ১১টার দিকে ক্ষত ড্রেসিং করার জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। বর্তমানে তিনি বিছানা রয়েছেন, কিন্তু ব্যথায় কাতরাচ্ছেন।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সকালে পঙ্গু হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছেন।

এর আগে, গতকাল মঙ্গলবার দুপুরে অফিসের কাজে পুরান ঢাকায় যাওয়ার জন্য বাংলামোটরে বিআইডব্লিটিসির প্রধান কার্যালয় থেকে বের হন কৃষ্ণা রায়। এসময় কারওয়ান বাজার থেকে শাহবাগগামী ট্রাস্ট পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১–৯১৪৫) সড়ক থেকে ফুটপাতে উঠে তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। এসময় বাসের একটা চাকা তার বাঁ পায়ের ওপর উঠে যায়।

গুরুতর আহত কৃষ্ণাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে পাঠানো হয় পঙ্গু হাসপাতালে। সেখানে তার বাঁ পায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়। মাথায় দুটি সেলাই দেওয়া হয়।

Bootstrap Image Preview