পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ায় জন্য বেশ লড়াই করছেন দলটির সাবেক ক্রিকেটার মিসবা উল হক। কিন্তু কোচ হওয়ার জন্য বড় অংকের বেতন চেয়েছেন তিনি।
পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারকে ২০ হাজার ডলার পারিশ্রমিক দিতো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঠিক তাঁর সমান বেতন চেয়েছেন মিসবাহ।
মিসবাহ ছাড়াও পাকিস্তানের প্রধান কোচের পদে আবেদন করেছেন সাবেক কোচ মহসিন খান, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স, বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
তবে পাকিস্তানের সাবেক কোচ কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস প্রধান কোচের পদে আবেদন না করে বোলিং কোচ হিসেবে আবেদন করেছেন।