পারফম্যান্স ছাড়া যে দলে নিয়মিত হওয়া সম্ভব না সেটি সতীর্থদের আবারো মনে করিয়ে দিলেন টাইগার দলের টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান।
সফরকারী আফগানিস্তানের বিপক্ষে এক মাত্র টেস্ট ম্যাচের অনুশীলন ক্যাম্প শেষ হয়েছে গতকাল বুধবার।কিন্তু এখলো চূড়ান্ত টেস্ট দল ঘোষণা হয়নি।
শীঘ্রই একমাত্র টেস্টের দল ঘোষণা হবে। তাই দল ঘোষনার আগে সতীর্থদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন সাকিব, পারফর্ম করো, দলে থাকো। পারফর্ম না করলে দলের বাইরে যাও।’
সাকিব বলেছেন, ‘পারফর্ম করো, দলে থাকো। পারফর্ম না করলে দলের বাইরে যাও।’
উল্লেখ্য, আগামীকাল মিরপুরে লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিবরা। এরপর ১ তারিখ সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে উড়াল দিবে। আগামী ৫ তারিখ থেকে শুরু হবে টেস্ট ম্যাচ