বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়াডে ছিলেন না মাহেন্দ্র সিং ধোনি।কিন্তু এবার দেশের মাটিতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও টি-টোয়েন্টি খেলবেন না বলে জানা গিয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে , ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে কোনও পরিবর্তন করতে চান না নির্বাচকরা।
বিশ্বকাপের পর নিজেই ক্যারিবিয়ান সফর থেকে সরে দাঁড়ান মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট থেকে ছুটি নিয়ে সেনার প্রশিক্ষণে ছিলেন মাহি। প্রশিক্ষণ শেষে বিভিন্ন বিজ্ঞাপণী শুটিংয়ে এবং প্রচারে বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকতে দেখা গিয়েছে মাহিকে।
এমনকী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধোনি নিজেই নাকি খেলতে চাইছেন না। তাই নির্বাচকরাও বিষয়টি নিয়ে খুব একটা ভাবতে চাইছেন না।