বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে আজ সকালে ঢাকায় পৌঁছায় আফগানিস্তান ক্রিকেট দল। সকালে ঢাকায় নেমেই চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে আফগানরা।
দুপুরে চট্টগ্রাম পৌঁছায় আফগানিস্তান।আগামীকাল শনিবার জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের অনুশীলন সাড়বে আফগানিস্তান।
আর পহেলা সেপ্টেম্বর এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে রশিদ খানের দল।
আর আগামী ৫ সেপ্টেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান।