সফরকারী আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে সুযোগ পাননি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে দলে ফিরেছেন ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও পেসার তাসকিন আহমেদ।
মূলত ইনজুরির কারনেই এই স্কোয়াডে রাখা হয়নি মোস্তাফিজকে। তাকে আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে।
এছাড়াও বিশ্রাম পেতেই দলে নেই ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এই সিরিজে যে তামিম থাকবেন না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি। তাই তামিম-মুস্তাফিজ ছাড়াও দলে নেই খালেদ আহমেদ। ইনজুরির কারনে দলে সুযোগ হয়নি তার।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।