সর্বশেষ নিউজিল্যান্ড সফরের জন্য দলে সুযোগ পেয়েছিলেন তাসকিন। কিন্তু বিপিএলে ইনজুরিতে পড়ে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে পড়েন তিনি। দীর্ঘ সময় পর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি ।
তাসকিনের অর্ন্তুভুক্তি নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজ। আমাদের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ, টি-২০ বিশ্বকাপ সিরিজ আছে। তাই আমরা তাকে বিশ্রামে রেখেছি।’
তাসকিনের ফেরার ব্যাপারে নান্নু বলেন, ‘বিপিএলে ইনজুরির কারনে নিউজিল্যান্ডে সিরিজ থেকে ছিটকে পড়ে তাসকিন। সে এখন ভালো ক্রিকেট খেলছে এবং ভারতে ভালো করেছে, তাই সে আবার দলে সুযোগ পেল।’
তামিম না থাকায়, উদ্বোধনী জুটিতে সাদমান ইসলামের সঙ্গী কে হবেন এই নিয়ে ছিলো আলোচনা। ওপেনার হিসেবে দলে সুযোগ পাবার দৌঁড়ে ছিলেন ইমরুল কায়েস।
কিন্তু ইমরুলের ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তাকে বিবেচনায় নেয়নি নির্বাচকরা এমনটা জানালেন নান্নু। তিনি বলেন, ‘ওপেনিং-এ ইমরুলকে আমরা বিবেচনা করেছিলাম। ছলে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় থাকায়, সে খেলতে পারবে না। তবে আমরা ব্যাক-আপ ওপেনার রেখেছি, সৌম্য-লিটনকে। আমরা আশা করবো, ইমরুল দ্রুতই ক্রিকেটে ফিরবে।’