Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘এরশাদ দেশ ও মানুষের স্বার্থে কখনোই আপস করেননি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯, ১১:৪৩ AM
আপডেট: ৩১ আগস্ট ২০১৯, ১১:৪৩ AM

bdmorning Image Preview


জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সাবেক পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দেশ ও মানুষের স্বার্থে কখনোই আপস করেননি। তাই এখনো দেশের মানুষ পল্লীবন্ধুকে মনে রেখেছে, তাকে আজীবন মনে রাখবে। দেশের মানুষের অন্তরে পল্লীবন্ধু আজীবন বেঁচে থাকবেন।

শনিবার (৩১ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর আব্দুল্লাপুর মোড়ে এরশাদের চেহলাম উপলক্ষে জাপার উত্তরা পশ্চিম থানা আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণকালে তিনি এ কথা বলেন।

জাপার উত্তরা পশ্চিম থানার সভাপতি শরীফুল আলম সোহেলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী।

এ সময় উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন বাবুল, যুগ্ম-মহাসচিব সুলতান আহমেদ সেলিম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় নেতা আহাদ চৌধুরী ও মঞ্জুরুল হক প্রমুখ।

এদিকে, সকাল সাড়ে ৯টায় আব্দুল্লাপুরে রাস্তার পূর্বপাশে উত্তরা পূর্ব থানার চেহলাম অনুষ্ঠানে জাপার চেয়ারম্যান যোগ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশেকুল আমিন।

আব্দুল্লাপুরের অনুষ্ঠান শেষে সকাল ১০টায় উত্তরখান থানার সভাপতি মাহবুবুল হাসান আলালের সভাপতিত্বে চেহলাম উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্টির চেয়ারম্যান জি এম কাদের উপস্থিত থেকে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন।

Bootstrap Image Preview