Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হ্যাটট্রিকের পর বুমরার বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৭ PM
আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৭ PM

bdmorning Image Preview


স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ভারতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন যশপ্রিত বুমরাহ। তবে ভারতীয় এ তারকা পেসারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন রয়েছে ক্রিকেট দর্শকদের মাঝে।

ভারত-উইন্ডিজ টেস্ট নিয়ে ওই সময় ধারাভাষ্যকক্ষে তার সঙ্গে ছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

উইন্ডিজ এ তারকা পেসার বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারি না কেউ কেউ বুমরার বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে। ওর অ্যাকশন অনন্য মানছি কিন্তু এই খেলার নিয়মের মধ্যেই। সত্যি বলতে বর্তমান বোলারদের মধ্যে ওর মতো নিখুঁত বোলার কম আছে। সে সমালোচকদের উচিত অন্যের ব্যাপারে মন্তব্য করার আগে আয়নার নিজের চেহারা দেখা।

এরপর ইয়ন বিশপের এমন মন্তব্যের পর গাভাস্কার বললেন, ‘তুমি কি ওদের নামগুলো বলতে পারো যারা বুমরার অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলছে, ওরা কারা ?

বিশপ তখন কিছুটা তথমত খেয়ে সুনীল গাভাস্কারের সঙ্গে সুর মিলিয়ে বলেন, ‘আরেকটু কাছ থেকে দেখা যাক, ও প্রথমে কয়েক ধাপ হেঁটে আসে এবং এরপর সে দৌঁড়ের গতি তোলে এবং শেষে একদম সোজা অবস্থান থেকে বল ছাড়ে। এখন আমাকে দেখাও অ্যাকশনের ঠিক কোনো অবস্থানে হাত বাঁকছে? এটা সম্পূর্ণভাবেই ঠিক অ্যাকশন। মানুষের আসলেই সমালোচনা ছাড়া অন্য কোনো কাজ নেই।’

Bootstrap Image Preview