Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বিশাল জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৭ PM
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৭ PM

bdmorning Image Preview


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল (রোববার) স্কটল্যান্ডের আরব্রথ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ৮ উইকেটে হারিয়েছেন সালমা-জাহানারারা।

টাইগ্রেসদের হয়ে পক্ষ বল হাতে সবচেয়ে সফল ছিলেন নাহিদা আক্তার। ১২ রানে ৩টি উইকেট নেন তিনি। এছাড়া ২টি করে উইকেট পান জাহানারা আলম আর খাদিজাতুল কুবরা।

লক্ষ্য মাত্র ৪৬ রানের। জয় পেতে একদমই বেগ পেতে হয়নি টাইগ্রেসদের। ৮.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যান তারা। উদ্বোধনী জুটিতেই ৪২ রান তুলে দেন সানজিদা ইসলাম আর আয়েশা রহমান।

তবে অক্ষত রায়ের ওভারে টানা দুই বলে ফিরে যান সানজিদা (৩৪) আর আয়েশা (৮)। এরপর নিগার সুলতানা ৫ আর রিতু মনি ১ রান নিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন।

Bootstrap Image Preview