Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্যাটাগরি ৫ হ্যারিকেনের কথা শুনেননি ট্রাম্প!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০২:০৩ PM
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০২:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাটাগরি ৫ হ্যারিকেনের কথা শুনেছেন কিনা-তা নিশ্চিত করে বলতে পারছেন না। অথচ তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর হ্যারিকেন ডোরিয়ানসহ এ পর্যন্ত ৪ বার এই ঝড়ের হুমকিতে ছিল যুক্তরাষ্ট্র।

গতকাল রোববার ওয়াশিংটন ডিসির ফিমার সদরদপ্তরে কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ের সময় ট্রাম্প এ কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের দিকে কী ধেয়ে আসছে আমরা তাও জানি না। আমরা সবাই জানি এটি সম্ভবত সবচেয়ে বড়।

আমি নিশ্চিত নই যে, আমি কখনো ক্যাটাগরি ৫ ঝড়ের কথা শুনেছি কিনা। আমি এর অস্তিত্বের কথা জানতাম। আমি ক্যাটাগরি ৪ (হ্যারিকেন) দেখেছি।’

তিনি বলেন, ‘তবে ক্যাটাগরি-৫ নামে হ্যারিকেনের পরিবর্তে আমি এটির অন্য শব্দটি শুনেছি।

এর আগে বিধ্বংসী হ্যারিকেন ডোরিয়ান ক্যাটাগরি-৫ এর বিপজ্জনক মাত্রার একটি ঝড় বাহামার অ্যাবাকো দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে। আর এই ঝড়টি আঘাত হানার ঠিক আগে এ ধরনের মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প

Bootstrap Image Preview