Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুকুর-মুরগীরসহ এক মোটরসাইকেলে ৭ জন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪৮ PM
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সাধারণত একটি মোটরসাইকেলে দুই থেকে তিনজন চড়তে পারেন। তবে একটি মোটরসাইকেলে যদি সাতজন চড়েন তবে অবাকই হতে হয়। শুধু তাই নয়, এক মোটরসাইকেলের সাত আরোহীর সঙ্গে আছে দুইটি কুকুর, আর মুরগিও! 

সম্প্রতি ভারতে দেখা গেছে এমন অদ্ভুত কাণ্ড। চালকসহ সাতজন ও গৃহপালিত পশুদের নিয়ে মোটরসাইকেল চালানোর ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

১৫ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, চালকের সামনে রয়েছে তার দুই সন্তান। আর তাদের সামনে বসে আছে তাদেরই পোষা এক কুকুর। আরেকটি কুকুর বসে আছে মোটরসাইকেলে ঝোলানো ব্যাগের উপর। মোটরসাইকেলের পেছনে রয়েছে স্ত্রী ও তিন সন্তান। পেছনের সন্তানের হাতে রয়েছে একাধিক মুরগি!

পেছনে থাকা অন্য এক মোটরসাইকেল আরোহী এটি ভিডিও করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দিতে না দিতেই তা ভাইরাল হয়ে যায়।

অনেকে ভিডিওটি নিয়ে নানা মন্তব্য করছেন। অনেকেই বলেছেন, কীভাবে এমন করে যাওয়া সম্ভব? কেউ কেউ পরিবারটিকে সুখী পরিবার হিসেবে অভিহিত করছেন আবারও কেউ চালককে ‘হিরো’ হিসেবে আখ্যায়িত করছেন।

Bootstrap Image Preview