Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুই দিন বাকি থাকতেই জয় দেখছে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৫ PM
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৫ PM

bdmorning Image Preview


স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয় দেখছে সফরকারী ভারত। কিংস্টন টেস্ট জয়ের জন্য ভারতের প্রয়োজন ৮ উইকেট। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের দরকার ৪২৩ রান।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৪১৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৮৭ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন বাকী ৩ উইকেটে আরও ৩০ রান যোগ করতে পারে ক্যারিবীয়রা। 

অর্থাৎ, ১১৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ হ্যাট্ট্রিকসহ ২৭ রানে শিকার করেন ৬ উইকেট। ফলে ২৯৯ রানে পিছিয়ে থেকে ফলো-অনে পড়ে হোল্ডারের দল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে ফলো-অন না করিয়ে ম্যাচের তৃতীয় ইনিংসে আবারো নিজেরা ব্যাট করতে নামে ভারত।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। লোকেশ রাহুল ৬, মায়াঙ্ক আগারওয়াল ৪, অধিনায়ক বিরাট কোহলি শুন্য ও চেতেশ্বর পূজারা ২৭ রান করে আউট হন। টপ-অর্ডার ব্যর্থ হলেও, পঞ্চম উইকেটে দুর্দান্ত লড়াই করেন আজিঙ্কা রাহানে ও প্রথম ইনিংসে সেঞ্চুরি করা হনুমা বিহারি। অবিচ্ছিন্ন ১১১ রানের জুটি গড়েন তারা। এরপর ৪ উইকেটে ১৬৮ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষনা করে ভারত। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৬৮ রানের টার্গেট দাড়ায়। ৮টি চার ও ১টি ছক্কায় ১০৯ বলে রাহানে অপরাজিত ৬৪ ও বিহারি ৮টি চারে ৭৬ বলে অপরাজিত ৫৩ রান করেন।

৪৬৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৪৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেল ১৬ ও ক্রেইগ ব্র্যাথওয়েট ৩ রান করে আউট হন। ড্যারেন ব্রাভো ১৮ ও শামারাহ ব্রুকস ৪ রানে অপরাজিত আছেন। ভারতের ইশান্ত শর্মা ও মোহাম্মদ সামি ১টি করে উইকেট নেন।

Bootstrap Image Preview