ইংল্যান্ডের বিপক্ষে দীর গতিতে ব্যাটিং করার জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে পরের ম্যাচে বসিয়ে রাখার জন্য অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে বলেছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপ চলা অবস্থায়ই এমন সংবাদ প্রকাশ পায়।
কিন্তু এমন সংবাদ প্রকাশ মটেও ভালো চোখে দেখছেন না টাইগার দলের উইকেট রক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
সম্প্রতি দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, ‘যেকোনো পরিবারেই কিছু না কিছু ঘটে। বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিংরুমটাও একটা পরিবারের মতোই। এখানে একটু-আধটু মনোমালিন্য হতেই পারে। বাইরে প্রকাশ হওয়া দলের জন্য ভালো নয়। পরিবারের ভেতরে স্বাধীন মতপ্রকাশ করতে না পারলে মানসিক চাপ তৈরি হবে। ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো।’
মুশফিক আরও বলেন, ‘টিম মিটিংয়ে একটা কথা বললেন, সেটা বাইরে চলে গেলে অস্বস্তি বাড়ায়, অবিশ্বাস তৈরি হয়। ড্রেসিংরুমের পরিকল্পনাগুলো গোপনীয়। এজন্যই ড্রেসিংরুমে আলোচনা করা হয়। আমাদের সবারই দায়িত্ব, ড্রেসিংরুমের বিষয়গুলো গোপন রাখা। আমরা চেষ্টা করব, ভবিষ্যতে যেন ভেতরের জিনিসগুলো বাইরে যাতে না আসে।’