স্ত্রী নির্যাতনের অভিযোগে ভারতীয় ক্রিকেট দলের তারকা পেস বোলার মোহাম্মদ শামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত৷
এই মুহূর্তে ক্যারিবিয়ান সফরে খেলা ভারতীয় দলের ডানহাতি পেসারকে ১৫ দিনের মধ্যে আদালতে আত্মসমপর্ণ করতে বলা হয়েছে৷ অন্যথায় টিম ইন্ডিয়ার এই ক্রিকেটারকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত৷
শামী ও তাঁর ভাই হাসিব আহমেদের বিরুদ্ধে বধু নির্যাতনের মামলায় আদালতে অভিযোগ করেছিলেন ভারতীয় ক্রিকেটারের স্ত্রী হাসিন জাহান৷ তার ভিত্তিতে সোমবার শুনানি ছিল৷
এদিন বিচারক সুব্রত মুখোপাধ্যায় বধু নির্যাতন মামলায় শামি ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন৷ তবে শামি এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকায় তাঁকে আদালতে আত্মসমপর্ণের জন্য ১৫ দিন সময় দিয়েছে আদালত৷
কিন্তু তাঁর ভাইয়ের ক্ষেত্রে সোমবার থেকেই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হবে জানিয়েছেন হাসিন জাহানের আইনজীবী৷